সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়

হজযাত্রীদের নিরাপত্তায় কঠোর নিয়মাবলী ঘোষণা

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় পুনরায় নিশ্চিত করেছে যে, হজ পালন করতে হলে অবশ্যই সরকারি অনুমতি থাকতে হবে। অনুমতি ছাড়া কেউ হজ পালনে অংশ নিতে পারবে না। এই ঘোষণাটি এমন সময় এলো যখন কিছু ভুয়া সংস্থা অননুমোদিতভাবে হজ সফরের প্রচার চালাচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে, শুধুমাত্র বৈধ ভিসা থাকা যথেষ্ট নয়—হজ পালনের জন্য ‘নুসুক’ অ্যাপ বা হজ পারমিট সিস্টেমের মাধ্যমে অনুমতি গ্রহণ আবশ্যক। এই প্ল্যাটফর্মটি ‘তাসরিহ’ সিস্টেমের সঙ্গে সংযুক্ত, যা সরকারিভাবে অনুমতি প্রদান করে।
“সঠিক অনুমতির মাধ্যমে হজ কার্যক্রমে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ,” বলেন মন্ত্রণালয়ের এক মুখপাত্র।
মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে জানিয়েছে, কিছু প্রতারক হজ প্যাকেজের নামে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, যেখানে থাকার স্থান ও পরিবহন সুবিধার ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।
এই প্রতারণার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। যদি কেউ ভুয়া বিজ্ঞাপন বা সন্দেহজনক কার্যকলাপ দেখতে পান, তাহলে জরুরি নম্বর ৯১১ (মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলের জন্য) অথবা ৯৯৯ (অন্যান্য অঞ্চলের জন্য) এ যোগাযোগ করতে বলা হয়েছে।
এছাড়া, মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘নুসুক হজ’ ওয়েবসাইট ও প্ল্যাটফর্মই একমাত্র স্বীকৃত ও নির্ভরযোগ্য মাধ্যম হজ প্যাকেজ বুক করার জন্য।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button