শুক্রবার দেশব্যাপী হেফাজতের দোয়া মাহফিল
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ আহমদ শফী বলেছেন, সারা দেশের আলেম-ওলামা, তাওহিদি জনতাকে শহীদ করেও কওমি মাদ্রাসার নিয়ন্ত্রণ নিতে পারবে না কেউ। এ ধরনের যেকোনো ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করার জন্য দেশের সব ওলামাইয়ে কেরাম শহীদ হতে প্রস্তুত।
শুক্রবার বাদ জুমা সারা দেশের সব কওমি মাদ্রাসায় খতমে ইউনুছ এবং দোয়া মাহফিল করার জন্য দেশের ওলামাদের প্রতি আহ্বান জানান তিনি।
‘মাদ্রাসা নিয়ে বহুমুখী ষড়যন্ত্রের’ প্রতিবাদে বৃহস্পতিবার বাদ আসর হাটহাজারী ডাকবাংলোয় আয়োজিত হেফাজতে ইসলামের এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে টেলিকনফারেন্সের মাধ্যমে হেফাজতের আমির আল্লামা শফী এই আহ্বান জানান।
আল্লামা শফী বলেন, যদি কোনো অপশক্তি কওমি মাদ্রাসা নিয়ন্ত্রণে নিয়ে নিজেদের নীলনকশা বাস্তবায়ন করতে চায়, মহান আল্লাহ তাদের নিয়ন্ত্রিত করে ফেলবেন। যদি কেউ দ্বীনের এই সূতিকাগার বন্ধ করতে চায়, আল্লাহ তাদের দম বন্ধ করে দেবেন।
এ ছাড়া আল্লামা শফী শুক্রবার বাদ জুমা সারা দেশের সব কওমি মাদ্রাসায় খতমে ইউনুছ এবং বাদ আসর ৫ মের শহীদদের রুহের মাগফিরাত কামনা, জালিমের জুলুম ও নির্যাতন থেকে দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার কামনায় বিশেষ দোয়া মাহফিল করার জন্য দেশের ওলামাদের প্রতি আহ্বান জানান।
আল্লামা শফী অভিযোগ করেন, সরকার কওমি মাদ্রাসাকে বিদেশীদের কাছে জঙ্গিবাদের আখরা হিসেবে চিহ্নিত করতে কোরবানি পশু জবাইয়ের ছুরি জব্ধ করছে। অনেক মাদ্রাসায় তল্লাশি চালিয়ে বোমা নাটক মঞ্চায়ন করছে। তিনি অবিলম্বে এসব অপতৎপরতা থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ইসলাম ও ইসলামি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পরিচালিত যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে আলেম-ওলামা ও তাওহিদি জনতাকে ঐক্যবদ্ধ প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়ারও আহ্বান জানান হেফাজতের আমির।
সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল হাটহাজারীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
হেফাজতের সিনিয়র নায়েবে আমির মাওলানা শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন মাওলানা মীর ইদ্রিস, মাওলানা মঈনুদ্দিন রুহী, মাওলানা আহসানুল্লাহ, মাওলানা হাবীবুল আনওয়ার, মাওলানা আলমগীর হোসাইন প্রমুখ।