বৃষ্টি উপেক্ষা করে সোহরাওয়ার্দী উদ্যানে জনস্রোত

Sohrawardiবিএনপি নেতৃত্বধীন ১৮ দলীয় জোটের সমাবেশে যোগ দিতে দলে দলে নেতাকর্মীরা ছুটছেন সোহরাওয়ার্দি উদ্যানের দিকে। রাজধানীর পল্টন, প্রেস কাব, মৎসভবন, শাহবাগ ও কাকরাইল সড়কে যানবাহ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। সমাবেশমুখী নেতাকর্মীরা মিছিল করে ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটের সামনের ফটক দিয়ে সোহরাওয়ার্দি উদ্যানে প্রবেশ করছে। অনেকে মিছিল ছাড়াই আলাদা আলাদাভাবে যাচ্ছেন সমাবেশে। সকালেই জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা উদ্যানের মঞ্চের সামনের ময়দানে এসে জড়ো হয়। দুপুরের আগেই সোহরাওয়ার্দি উদ্যানে লাখ মানুষ জমায়েত হয়েছে। নিরাপত্তার কারণে এক একজন করে লোক সেখানে ঢোকানো হচ্ছে। বৃষ্টির কারণে সমাবেশস্থল কিছুটা কর্দমাক্ত হয়ে পড়েছে। বৃষ্টি ও কাঁদা উপো করেই কর্মীরা আসছেন খালেদা জিয়ার বক্তব্য শুনতে। বিভিন্ন মোড়ে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সমাবেশ স্থলেও রয়েছে অতিরিক্ত ফোর্স। আগে থেকেই রাজপথ দখলের ঘোষণা দিলেও ১৮ দলের সমাবেশের আশপাশের এলাকায় আওয়ামী লীগের কর্মীদের দেখা যায়নি। বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় আওয়ামী লীগ ও তার বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করছেন। এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বিবরণ সংবলিত বিলবোর্ড নামিয়ে ফেলছে সমাবেশে আসা ১৮ দলের কর্মীরা। মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে সোহরাওয়ার্দি উদ্যানের সমাবেশে আসার পথে তারা এ ঘটনা ঘটায়। মৎস ভবনের সামনে, রমনা পার্ক এবং সমাবেশ স্থলের আশপাশের বিভিন্ন বিলবোর্ড ছিঁড়ে ফেলতে দেখা গেছে। পাশে থাকলেও বিপুল মানুষের মধ্যে এ সময় নিরব দর্শকের ভূমিকায় ছিল পুলিশ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button