ইসলামি নীতিতে ঋণ পাবেন ব্রিটিশ মুসলিম শিার্থীরা

David Cameron hosts an Eid al-Adha reception at Downing Street.ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দেশটির মুসলমান শিার্থীদের জন্য ইসলামি আর্থিক নীতি অনুযায়ী নতুন ঋণসুবিধা দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটে ঈদুল আজহা উপলে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে এ প্রস্তাবের কথা জানান তিনি। বিবিসি। ক্যামেরন বলেন, ধর্মীয় বিশ্বাসের মর্যাদা রাখতে গিয়ে যারা উচ্চশিা বা শিা-পরবর্তী উদ্যোক্তা হিসেবে টিকে থাকতে পারছেন না, মুসলিম কমিউনিটির সেসব ব্যক্তি এই ঋণসুবিধায় লাভবান হবেন। তিনি আরো বলেন, আমি ব্রিটেনকে ইসলামি বিনিয়োগের অন্যতম বিশ্বকেন্দ্র হিসেবে দেখতে চাই। আমাদের রয়েছে হাজার হাজার মুসলিম তরুণ জনগোষ্ঠী, যারা নিজস্ব ব্যবসা শুরু করতে চায়। ব্রিটেনের উন্নয়নে মুসলিম কমিউনিটির অবদানের প্রশংসা করে প্রধানমন্ত্রী ক্যামেরন বলেন, আজকের এই রাতে ঈদ অভ্যর্থনার পাশাপাশি দেশের জন্য ব্রিটেনের মুসলিম কমিউনিটির অবদানও আমরা উদযাপন করছি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button