দেশের বিভিন্ন স্থানে ১৪৪ ধারা জারি
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি দেশের বিভিন্ন স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় সংঘাত-সহিংসতা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের পৃথক সমাবেশকে ঘিরে নাশকতার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার দুপুর ১২টায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ারা বেগম এ আদেশ দেন।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরের স্বাধীনতা স্কয়ার চত্বরে একই স্থানে ও একই সময়ে আওয়ামীলীগ ও বিএনপি সভা-সমাবেশ আহবান করায় স্বাধীনতা স্কয়ার চত্বরসহ আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।শুক্রবার ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
বরিশাল: বরিশালের গৌরনদীতে শুক্রবার সকালে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকার ঘোষণা দেয়া হয়। সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে হঠাৎ মাইকিং করে সকল প্রকার সভা-সমাবেশ ও মানববন্ধন নিষিদ্ধ ষোষণা করে ১৪৪ ধারা জারি করা হয়।
টাঙ্গাইল: নাশকতা এড়াতে টাঙ্গাইলের গোপালপুর পৌর এলাকায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। শুক্রবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ আদেশ বহাল থাকবে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম অংশ এবং এর আশপাশের এলাকায় যেকোন ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ প্রসঙ্গে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহিদুর রহমান জানান, উপজেলা সদর, চিওড়া, বাতিশা ও মিয়াবাজারসহ ৭/৮টি স্থানে বিএনপি ও জামায়াত শিবির সমাবেশ ডাকায় শান্তিভঙ্গের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জামালপুর: আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি বিক্ষোভ-মিছিল ও সমাবেশ ঘোষণা করায় জামালপুরের সরিষাবাড়িতে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
যশোর: যশোরের কেশবপুর পৌর এলাকায় শুক্রবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসন মাইকিং করে পৌর এলাকায় সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। শুক্রবার বিকেল ৩টায় শহরের ত্রিমোহিনী মোড়ে আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ ডাকায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়।