কক্সবাজারের চকরিয়ায় বিজিবির গুলিতে তিন ছাত্র দল কর্মী নিহত

কক্সবাজারের চকরিয়ায় বিজিবির গুলিতে তিন যুবক নিহত হয়েছেন। তারা তিনজনই ছাত্রদলের কর্মী বলে জানা গেছে। তবে কক্সবাজার পুলিশ সুপার আজাদ মিয়া দুইজনের নিহত হওয়ার কথা কাছে স্বীকার করেছেন।
নিহতরা হলেন উপজেলা হালকাকারা ২ নং ওয়ার্ডের বাদশা এবং কাকারা এলাকার মিজানুর রহমান। নিহত অন্যজনের পরিচয় নিশ্চিত হওয়া জায়নি। তবে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে উপজেলার খুটাখালি স্টেশনে দুপুর ১২টায় বিএনপির একটি মিছিল চলাকালে ফাঁকা গুলি ছোড়ে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলটি লক্ষ্য করে চকরিয়া আওয়ামী লীগ সভাপতি জাফর আলম ও স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আজাদের নেতৃত্বে ১৪ রাউন্ড গুলি চালায় নেতাকর্মীরা। কক্সবাজারের চকরিয়ায় বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের পৃথক সমাবেশকে ঘিরে নাশকতার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার দুপুর ১২টায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ আদেশ দেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button