তত্ত্বাবধায়ক না দিলে রংপুর বিভাগে লাগাতার অবরোধ
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার না দেয়া পর্যন্ত রংপুর বিভাগজুড়ে অবরোধের ঘোষণা দিয়েছে ১৮ দলীয় জোট। শুক্রবার বিকেলে রংপুর মহানগরীর পায়রা চত্বরে বিশাল সমাবেশে জোট নেতৃবৃন্দ এই ঘোষণা দেন। রংপুর জেলা ১৮ দল ও বিএনপির মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও মহানগর আমীর অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি সাহিদার রহমান, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও জেলা আমীর এ টি এম আজম খান, মহানগর জামায়াতের সেক্রেটারী আনোয়ারুল ইসলাম, জাগপার সভাপতি আবেদুর রহমান, খেলাফত মজলিশের আমীর সেরাজুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের সাধারন সম্পাদক নুরুল ইসলাম জিহাদী, জেলা বিএনপি‘র যুগ্ম আহ্বায়ক সামসুজ্জামান সামু, শহিদুল ইসলাম মিজু, সুলতান আলম বুলবুল, যুবদল সভাপতি, রইচ আহম্মেদ সাধারন সম্পাদক আনিসুর রহমান লাকু, সহ-সভাপতি নাজমুল ইসলাম নাজু, সাংগঠনিক সম্পাদক শামসুল হক ঝন্টু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহফুজ উন নবী ডন, জাসাস সভানেত্রী এ্যাডভোকেট রেজেকা সুলতারা ফেন্সি, সেক্রেটারী সিরাজুল ইসলাম সিরাজ, স্বেচ্ছাসেবক দল আব্দুস সালাম, কৃষক দলের সেক্রেটারী কাজী খয়রাত, জেলা ছাত্রদল সভাপতি জহির আলম নয়ন, সেক্রেটারী মনিজরুজ্জামান হিজবুল, ছাত্রশিবির মহানগর শাখার অর্থ সম্পাদক শাহীরাজ আলম শাহীন, জেলা শিবির সভাপতি হাসমত আলী, রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি হযরত বেলাল, শহর ছাত্রদল সভাপতি আতিকুল ইসলাশ লেলিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, খালেদা জিয়ার নির্দেশনার আলোকেই অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করা নাগরিক দায়িত্ব। সেই বোধ থেকেই রংপুর বিভাগের রাজপথ আজ থেকে ১৮ দলীয় জোট নেতাকর্মীদের দখলে থাকবে। কাউকেই ছাড় দেয়া হবে না। একদলীয় নির্বাচন প্রতিহত করা হবে। সমাবেশে বিএনপি, জামায়াত, যুবদল, ছাত্রদল, শিবির, স্বেচ্ছাসেবকদলসহ সহযোগি সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী যোগ দেন। বেলা ৩ টার পর থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে শুরু করে। একপর্যায়ে পায়রা চত্বর ছাড়িয়ে জনস্রোত জাহাজ কোম্পানী মোড় ও মিঠুর গলি পর্যন্ত ছড়িয়ে পড়ে। তারা শ্লোগানে শ্লোগানে এলাকা মুখরিত করে থাকে। এসময় বিপুলসংখ্যক পুলিশ সমাবেশ স্থলের আশপাশে মোতায়েন করা হয়। এদিকে পীরগঞ্জ ১৮ দলীয় জোটের সমাবেশে উপজেরা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক এমপি নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা জামায়াত আমীর গোলাম মোস্তফা, বদরগঞ্জে জীতেন্দ্র মঞ্চে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি পরিতোষ চক্রবতী, উপজেলা জামায়াত আমীর সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার, মিঠাপুকুর শাপলা চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন খাজানুর ইসলাম, সাবেক এমপি সোলায়মান আলম ফকির, জামায়াতের হাফিজুর রহমান প্রমুখ।