রাজধানীতে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক ৪
হরতালকে সামনে রেখে রাজধানীর বিজয়নগর এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ৪ জামায়াত-শিবিরকর্মীকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর সোয়া একটার দিকে পল্টন টাওয়ারের গলি থেকে জামায়াত-শিবির একটি ঝটিকা মিছিল বের করে। মিছিল থেকে তারা ৩/৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং অন্তত ৭/৮টি গাড়ি ভাঙচুর করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শিবিরের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশের প্রতিরোধে পিছু হটে শিবির। তবে এ সময় জমায়াত-শিবির পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে ফকিরারপুল পানির ট্যাঙ্কি এলাকার গলি দিয়ে পালিয়ে যায়। এই সময় পুলিশ সেখান থেকে ৬টি ককটেল উদ্ধার করে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ সেনাবাহিনীর সাজোয়া যান (এপিসি) নিয়ে পুরো এলাকা টহল দিচ্ছে।
পল্টন থানার ডিউটি অফিসার ফৌজিয়া খানম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটকের ব্যাপারে তিনি বলেন, সংঘর্ষের সময় আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবদে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পেলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।