লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ
গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব দলের অংশগ্রহণ এবং তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন। বর্তমান সরকার নিশ্চিত ভরাডুবি জেনে বিএনপিকে বাইরে রেখে যেনতেনভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়। শেখ হাসিনাকে প্রধান রেখে বাংলাদেশে কোন নির্বাচন করতে দেয়া হবে না।
নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের সামনে যুক্তরাজ্য বিএনপি বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
যুক্তরাজ্যের প্রতিটি শহর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুছ।
সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল হামিদ চৌধুরী, সহ সভাপতি আবুল কালাম আযাদ, সাবেক আহবায়ক এম এ মালেক, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিয়া মনিরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এ সালাম , সহ সভাপতি হাজি তৈমুছ আলী, শাহ আকতার হোসেন টুটুল, লুৎফুর রহমান, মঞ্জুরুসসামাদ চৌধুরী মামুন, মুজিবুর রহমান মুজিব, এস এম আবু তাহের চৌধুরী, তাজুল ইসলাম, আবদুল হাই, এম এ রউফ, শহিদুল্লাহ খান, আনোয়ার হোসেন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমদ চৌধুরী, ব্যারিষ্টার আবু সায়েম, শহিদুল ইসলাম মামুন, সহ সাধারণ সম্পাদক শামসুর রহমান মাহতাব, তাহির রায়হান চৌধুরী পাভেল, ফেরদৌস আলম, হেলাল নাসিমুজ্জামান, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সেলিম, সুজাতুর রেজা, আহাদ নাসিম রেজা, আজমল হোসেন চৌধুরী জাবেদ, দপ্তর সম্পাদক ড. মুজিবুর রহমান, যুক্তরাজ্য স্বেচ্চাসেবক দলের আহবায়ক এমদাদ হোসেন টিপু, যুগ্ন আহবায়ক মিসবাহুজ্জামান সোহেল, যুক্তরাজ্য জাসাস সভাপতি এম এ সালাম, যুক্তরাজ্য যুবদল সাধারণ সম্পাদক আবদুল বাছিত বাদশাহ, সাবেক আহবায়ক দেওয়ান মুকাদ্দেম চৌধুরী নিয়াজ, আবদুল ওয়াদুদ সাহেল, জামাল উদ্দিন, জয়নাল আবেদিন, খসরুজ্জামান খসরু, আহবাব হোসেন খান বাপ্পি, তানভির আহমদ, মনজুর আশরাফ খান, টিপু আহমদ, আফজল হোসেন, এজে লিমন , জিয়াউল হক জিয়া, মোহাম্মদ খিজির, কদর উদ্দিন প্রমূখ ।
সমাবেশ শেষে হাইকমিশনার বরাবর একটি স্মারকলিপি হস্তান্তর করেন যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ ।