হরতাল বহাল থাকবে : বিএনপি
আগামীকাল রোববার থেকে ৬০ ঘণ্টার টানা হরতাল প্রত্যাহারের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে বিএনপি। শনিবার রাতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান একথা জানান। এর আগে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ফোনালাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতাকে হরতাল প্রত্যাহারের অনুরোধ করেন। ফোনালাপের বিষয়ে বিএনপির পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মারুফ কামাল খান বলেন, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হরতাল প্রত্যাহারের আহ্বান জানালে বেগম জিয়া বলেছেন- হরতাল প্রত্যাহারের সুযোগ নেই। শুক্রবার বললে বিষয়টি বিবেচনা করা যেত। এখন বললেও একার পক্ষে সিদ্ধান্ত নেয়া সম্ভব নয়। বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীকে বলেছেন, আমি শুক্রবারের সমাবেশ থেকে বলেছি, আলোচনা এবং আন্দোলন দুটোই চলবে। কিন্তু এখন কর্মসূচি থেকে সরে আসতে হলে জোটের শরিকদের সাথে আলোচনার প্রয়োজন রয়েছে।