কুমড়ায় চড়ে সমুদ্রযাত্রা !
বিশালাকার একটি কুমড়ায় চড়ে সমুদ্রযাত্রার ঘোষণা দিয়েছেন দিমিত্রি গ্যালিটজিন নামে এক ব্যক্তি। ব্রিটেনের সোলেন্ট বিশ্বের সবচেয়ে ব্যস্ত সামুদ্রিক খাল বলে পরিচিত। বিশাল এ খালে সম্প্রতি তিনি বেশ কয়েকবার মহড়াও দিয়েছেন। দিমিত্রিকে এই কুমড়ার নৌকা বানাতে সাহায্য করেছেন পোর্টসমাউথের সামুদ্রিক উদ্যোক্তা জনি বয়েস। খবর ডেইলি মেইল অনলাইনের। দিমিত্রি গ্যালিটজিন একজন চিত্রশিল্পী। তিনি তার কুমড়ার নৌকাটিতে পানিতে চলাচলের উপযোগী একটি মোটর লাগিয়েছেন। দিমিত্রি বলেন, কুমড়াটির ওজন ছিল ৫০০ কেজি। কুমড়ার চামড়া মোটা হওয়ার কারণে এটিতে পানি ঢোকে না। এছাড়া ওটার চারপাশে আমি পাতলা কাঠের তক্তা লাগিয়ে নিয়েছি। তবে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ সোলেন্টের বড় বড় শক্তিশালী ঢেউ।