৬০ ঘণ্টার হরতাল শুরু : বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগ
রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৬০ ঘণ্টার হরতাল শুরু হচ্ছে। নিদলীয় সরকারের দাবিতে ১৮ দলীয় জোটের পক্ষে হরতালের কর্মসূচি দেন বিএনপি চেয়ারপার্সন ও ১৮ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া। গত শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দল আয়োজিত গণ-সমাবেশে তিনি শেখ হাসিনাকে নির্দলীয় সরকার নিয়ে সংলাপে বসার জন্য দু’দিনের আল্টিমেটাম দিয়ে বলেছেন, আলোচনায় বসুন, অন্যথায় আগামীকাল ২৭ অক্টোবর রোববার সকাল ৬টা থেকে ২৯ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে টানা ৬০ ঘণ্টার হরতাল পালন করা হবে। এরপর আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। হরতালের সমর্থনে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ করেছে। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির রাজধানীর ৫০ স্পটসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ সময় রাজশাহীতে র্যাব গুলী করে শিবির নেতা রাশেদুল হক রান্টুকে হত্যা করে। হরতালের আগে রাজধানীর বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সন্ধ্যা সাতটার দিকে মিরপুর ১ নম্বরে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মিরপুর শাহ আলী থানার এসআই ফিরোজ ওয়াহিদ এ কথা জানান। একই সময়ে মিরপুর ১০ নম্বরে ও গাবতলীর মোহম্মদীয়া হাউজিং এলাকায় দুটি বাসে আগুন দেওয়া হয় । ফায়ার সার্ভিস সূত্রে এ খবর জানা গেছে।
রাত সোয়া আটটার দিকে সেগুনবাগিচার ১২ তলা কর ভবনের সামনে একটি স্টাফ বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া রাত আটটার দিকে বন্ধু পরিবহনের একটি বাসেও আগুন দেয় একদল দুর্বৃত্ত। পুলিশ সূত্রে এসব তথ্য জানা যায়।
দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁও কলেজের সামনে একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে মিনিবাসটির সামনের কাচ ভেঙে যায়। আগুনে পুড়ে যায় পিছনের বেশ কিছু অংশ। যাত্রীবেশী কয়েকজন দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে বলে জানান শেরে বাংলা নগর থানার এসআই হরিদাস মণ্ডল।
রাজধানীর কারওয়ান বাজারে যানবাহনে আগুন দেওয়ার সময় পেট্রলসহ মো. জুয়েল (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তেজগাঁও থানার এসআই শাহিদা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
যাত্রাবাড়ী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, দুপুর ১২টার দিকে রায়েরবাগ এলাকায় মোটরসাইকেলে চড়ে কয়েকজন যুবক এসে সড়কে পাউডার ছিটিয়ে আগুন ধরানোর চেষ্টা করেন। তখন স্থানীয় জনতা তাঁদের ধাওয়া দিলে তাঁরা দ্রুত পালিয়ে যান। তবে কাউকে আটক করা যায়নি।
সকাল নয়টার দিকে রাজধানীর মগবাজার এলাকায় সড়কে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করেন জামায়াত-শিবিরের কর্মীরা অগ্নিসংযোগ করেছেন বলে জানা গেছে।
এদিকে হরতাল সফল করার জন্য জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা ও সদস্য সচিব আব্দুস সালাম, লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মুস্তাফিজুর রহমান ইরান হরতাল সফল করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন।