যশোরের নওয়াপাড়ায় যুবলীগ নেতা নিহত, ৪ সঙ্গী আহত
রোববার হরতাল চলকালে সকাল পৌনে ৯টায় যশোরের অভয়নগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে মহড়ার দেয়ার সময় নিহত হয়েছেন অভয়নগর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক, সাংবাদিক নির্যাতনকারী, হুইপের ক্যাডার হিসেবে পরিচিত আলমগীর হোসেন শিমুল (৪০)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিমুল বরাবরের মতো মাইক্রোবাসে ক্যাডার নিয়ে হরতালবিরোধী মহড়া দিতে যায়। নওয়াপাড়া ফেরিঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে হরতাল সমর্থনকারীরা মাইক্রোবাস থেকে তাকে নামিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। তার ৪ সঙ্গীকেও পিটিয়ে আহত করা হয়। বাকি কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। হামলাকারীরা শিমুলের মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়। আহত যুবলীগের কর্মীরা হলেন রিমন, আরমান, এনামূল ও বায়েজিদ। পুলিশ সূত্র জানায়, যুবলীগ নেতা হলেও শিমুলের বিরুদ্ধে অভয়নগরে একাধিক হত্যাসহ অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। কয়েকমাস আগে শিমুল জেল থেকে ছাড়া পায়। এর আগে শিমুল ও তার বাহিনী পেশাগত দায়িত্ব পালন করার সময় যশোরের কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও নির্যাতন চালায়। শিল্পশহর নওযাপড়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ, শিমুলের লাশ উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৫জনকে আটক করেছে।