টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১৪ শুরু ২১ মার্চ
২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী নারী-পুরুষ ভেদে দুই প্রতিযোগিতারই বাছাই পর্বের খেলা শুরু হবে আগামী বছরের ১৬ মার্চ থেকে। চলবে ২০ মার্চ পর্যন্ত।
রোববারই এ নিয়ে রাজধানীর রূপসী বাংলা হোটেলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর বিশ্বকাপের সব ধরনের টিকিট পাওয়া যাবে এনসিসি ব্যাংক ও অগ্রণী ব্যাংক থেকে।
সাধারণ টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ টাকা। তবে সেমি ফাইনালের টিকিটের মূল্য ধরা হয়েছে সর্বনিম্ন ১০০ আর ফাইনালের ম্যাচের জন্যে সর্বনিম্ন ২০০ টাকা।
বাছাই পর্বের খেলা শেষে মূল পর্বের খেলা শুরু হবে পরদিন ২১ মার্চ থেকে। চলবে ৬ এপিল পর্যন্ত। মূল পর্বের উদ্বোধনী খেলায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাছাই পার্বের বাধা পেরুনো কোনো দল।
পুরো প্রতিযোগিতাটির ভেন্যুর জন্যে নির্ধারণ করা হয়েছে মিরপুর, সিলেট ও চট্টগ্রামের স্টেডিয়াম গুলোকে। বাদ পড়েছে কক্সবাজার। ফাইনালের ম্যাচটি হবে ৬ এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।