এমপি সফিকুর রহমান চৌধুরীরর সম্মানে বাংলা টাউন ক্যাশ এন্ড ক্যারীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
গত ১৪ জুলাই রবিবার স্থানীয় মাইক্রো বিজনেস সেন্টারে ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস মিয়ার সভাপতিত্বে ও আলতাপুর রহমান মোজাহিদের পরিচালনায় বাংলা টাউন ক্যাশ এন্ড ক্যারীর পক্ষ থেকে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ বালাগঞ্জ ও ওসমানী নগর নির্বাচনী এলাকার সাংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের অন্যতম সহ সভাপতি বিশিষ্ট লেখক শামসুদ্দিন আহমদ মাস্টার, সহসভাপতি শাহ আজিজুর রহমান, হরমুজ আলী, লন্ডন মহানগর আওয়ামীলীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, সোনামগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতা আব্দুল ওহিদ কনা মিয়া, যুক্তরাজ্য আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, প্রবাস বিষয়ক সম্পাদক আনছারুল হক, মানবাধিকার বিষয়ক সম্পাদক শারব আলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমদ, কমিউনিটি নেতা সৈয়দ নুরুল ইসলাম, নুরুল ইসলাম এমবিই, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, লন্ডন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি মো: ইলিয়াস মিয়া, আব্দুল আলী রূপ, কালারুখ ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আরজু মিয়া, সভার শুরুতে পবিত্র কোরআন থেকে করেন মাওলানা কুতুব উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী এমপি একজন বক্তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, যদিও সিটি কর্পোারেশনগুলির নির্বাচনে জনগন আমাদের বিপক্ষে রায় দিয়েছে, আমাদের কোন আপচুস নেই, এটা আমাদের সরকারের জন্য পরিক্ষা ছিল। ক্ষমতাসীন সরকারের ক্রুটি বিচ্ছুতি সব সময় হয়ে থাকে। যখন জনগন উন্নয়নের দিকে নজর দিয়ে বিবেচনা করবে তখন আমরা আশা করতে পারি আগামী জাতীয় নির্বাচনে জনগনের রায় আমাদের পক্ষে আসবে। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ বুঝতে পারছে এই সরকারই সুষ্ঠু, গ্রহনযোগ্য নিরপেক্ষ নির্বাচন করতে পারে। আমরা ক্ষমতায় আসার পর ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্টুভাবে সম্পন্ন করেছি। কোন প্রশ্নের সম্মুখিন হতে হয়নি। যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, পদ্মা সেতুর কাজও ইনশাল্লাহ এই সরকারের সময়েই হবে।
সভাপতির বক্তব্যে গিয়াস মিয়া উপস্থিত সকল ধন্যবাদ জানিয়ে বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা আরো শক্তিশালী করতে সরকারের প্রতি অনুরোধ জানান।
আরো বক্তব্য রাখেন দর্পণ সম্পাদক রহমান আলী, সাংবাদিক হামিদ মোহাম্মদ, কমিউনিটি নেতা মশাহিদ আলী মাষ্টার, শায়েক আহমদ শায়েখ, সুরমান হোসেন, ফজলুল হক এনাম, আম্পিয়া, আহবাব মিয়া ওসি, লিলু মিয়া তালুকদার, আব্দুল হেলাল চৌধুরী সেলিম, ইউসুফ কামালী, রেজা আহমদ, আজমল হোসেন, বদরুজ্জামান শামীম, আনিসুজ্জামান আজাদ, আসাদুর রহমান আসাদ, আজিজুল হক, বাবুল খাঁন, আ ফ ম কামাল, কতুব উদ্দিন, মিজানুর রহমান হিরু, আরফিক আলী, রাজু মন্তব, সাঈদ আহমদ প্রমুখ।