টি-২০ বিশ্বকাপ কক্সবাজারে হচ্ছে না
আর মাত্র ১০০ দিন বাকি ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপের। আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া টিকিট বিক্রির তারিখ ও দাম। টিকিট বিক্রি শুরু হবে ১০ই নভেম্বর। বাংলাদেশে অনুষ্ঠেয় ১০ জাতির এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৬ই মার্চ আর শেষ হবে ৬ই এপ্রিল। বাংলাদেশ সরাসরি খেলতে পারছে না এতে। তাদের বাছাই পর্ব খেলে যোগ্যতা অর্জন করতে হবে। রোববার রাজধানীর হোটেল রূপসী বাংলায় আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সূচীও ঘোষণা করা হয়। এবারই প্রথম পুলূষদের পাশাপাশি মহিলাদের প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। কক্সবাজারে বিশ্বকাপের খেলা অনুষ্ঠানের কথা থাকলেও স্টেডিয়াম নির্মাণ জটিলতায় তা আর হচ্ছে না। মহিলাদের গ্রুপ পর্বে খেলাগুলো হবে সিলেটের বিভাগীয় স্টেডিয়ামে। বিসিবি প্রধান নাজমুল হাসান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। ফাইনাল খেলা হবে মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে।