ইরানে মার্কিনবিরোধী শিল্পকর্মে পুরস্কার ঘোষণা

Iranমার্কিন বিদ্বেষী শিল্পকর্মের জন্য পুরস্কার ঘোষণা করেছে ইরান। ‘মার্গ বার আমরিকা’ বা ‘ডাউন উইথ আমেরিকা’ বা ‘ডেথ টু আমেরিকা’ শীর্ষক এ প্রতিযোগিতায় ইরান ১০০ মিলিয়ন ইরানি রিয়াল বা ২৫০০ পাউন্ডের সমমূল্যের পুরস্কার রয়েছে। দুই ভাগে বিভক্ত এ প্রতিযোগিতার জন্য মার্কিনবিরোধী বিষয়ের ওপর প্রতিযোগিদের অংশগ্রহণের আহ্বান করা হয়েছে। এসব বিষয়ের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র কেন নির্ভরযোগ্য নয়, যুক্তরাষ্ট্র এবং নিপীড়ন, যুক্তরাষ্ট্র এবং বিশ্ব ইহুদিবাদ ইত্যাদি। প্রথম ভাগে মার্কিন বিরোধী ফটোগ্রাফি, পোস্টার এবং কার্টুনের জন্য বিজয়ীকে ২৫০০ পাউন্ড মূল্যমানের পুরস্কার দেয়া হবে। আর দ্বিতীয় ভাগে তথ্যচিত্র, বন্দনা এবং ব্লগ পোস্টের জন্য ৭৫০ পাউন্ড মূল্যমানের পুরস্কার দেয়া হবে। এ প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকছেন ইরানের কট্টরপন্থী মার্কিনবিরোধী চিত্রশিল্পী এবং কার্টুনিস্টরা। ইরানের রক্ষণশীল সংবাদ সংস্থা এবং টেলিভিশন স্টেশন এ পুরস্কারের উদ্যোক্তা হিসেবে কাজ করছে। যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ, শটতা, ইসলাম এবং ইরানবিরোধী মনোভাবের প্রকাশ পায় এমন বিষয়বস্তুর ওপর জোর দেয়ার জন্য প্রতিযোগীদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে। কয়েক দশক ধরে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিষয়ে টানাপড়েন রয়েছে। এ বছরের জুন মাসে অনুষ্ঠিত নির্বাচনে উদারপন্থী রাজনীতিবিদ হাসান রুহানি বিজয়ী হওয়ার পর দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দেখা দিয়েছে। এরই প্রেক্ষিতে দেশে সরকারের কাছে উপেক্ষিত বলে বিবেচিত রক্ষণশীলরা এ ধরনের পুরস্কারের ঘোষণা দিয়েছে। এদিকে ইরানের ইসলামিক মূল্যবোধ রক্ষার দায়িত্বে নিয়োজিত রেভ্যুলেশনারি গার্ড আগামী ৪ নভেম্বর ‘ডাউন উইথ আমেরিকা’ শীর্ষক সিরিজ সমাবেশ আয়োজন করার উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button