সংবিধানের বাইরে আলোচনা নয় : মতিয়া চৌধুরী
গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেন, বিরোধী দলের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হবেই। আমরা এখনো আশা ছাড়িনি। তবে সংবিধানের বাইরে কোন আলোচনা হবে না। এজন্য তিনি হরতাল প্রত্যাহার করে আলোচনায় আসার জন্য বিরোধীদলীয় নেতাকে আহ্বান জানিয়েছেন।
রবিবার বিকালে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে বিরোধী দলের টানা ৬০ ঘন্টা হরতাল প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে হরতাল প্রত্যাহারের অনুরোধ করেছিলেন। বেগম জিয়া এর জবাবে বলেছেন- শুক্রবার রাতে কেন ফোন দেননি। এর আগে শুক্রবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে সরকারকে ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। সরকার তার এই আহ্বানে সাড়াও দিয়েছে। কিন্তু বেগম জিয়া এতে ইতিবাচক সাড়া দেননি। এতে সরকার ও জনগণ বিস্মিত হয়েছে। সংলাপের জন্য আবার আহ্বান করবেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, আমি বাহির থেকে সরাসরি এখানে চলে এসেছি। এটা আমাদের দল ও ১৪ দলের মধ্যে আলোচনার প্রয়োজন আছে। তবে, আমরা ইতিবাচক ধারায় চলতে চাই। আলোচনার ভিত্তি হবে সংবিধান। এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, একেএম এনামুল হক শামীম, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ প্রমুখ।