ইস্ট লন্ডন মস্ক ফুটবল টুর্নামেন্ট : তিন শতাধিক তরুণের অংশগ্রহন
মারিয়াম সেন্টারের জন্য ৭ হাজার পাউন্ড সংগ্রহ
তরুণ ও যুব সমাজকে মসজিদের সাথে বেশি করে সম্পৃক্তকরণ ও মারিয়াম সেন্টারের জন্য ফান্ডরেইজিংয়ের লক্ষ্যে ইষ্ট লন্ডন মসজিদের উদ্যোগে দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হল ফাইভ এ সাইড ফুটবল টুর্নামেন্ট। ১৯ অক্টোবর শনিবার পূর্ব লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্টে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে ৩২টি দল অংশ গ্রহন করে। টুর্নামেন্টকে কেন্দ্র করে ফুটবলার ও সমর্থক সবমিলিয়ে প্রায় তিন শতাধিক তরুণের সম্মিলন ঘটে। বৃষ্টি উপেক্ষা করে বিপূল সংখ্যক দর্শক দিনব্যাপী ফুটবল ম্যাচ উপভোগ করেন। সকালে ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এলএমসির এসিসটেন্ট ডাইরেক্টর শাহিনুল খান। দিন শেষে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় জেএফসি এবং রানার আপ হয় ওয়ার্ক হাউজ। বিজয়ীদের হাতে ট্রপি তুলে দেন ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের নির্বাহী পরিচালক দেলওয়ার হোসেই খান। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইস্ট লন্ডন মসজিদের ফান্ডরেইজিং অফিসার তজম্মুল আলী। তাঁকে সহযোগিতা করেন মোহাম্মদ সানা মিয়া, মোহাম্মদ দিদার ও ওমর আব্দুল কাইয়ুম। উল্লেখ্য, টুর্নামেন্টে ৩২ দলের রেজিষ্ট্রেশন ফি, স্পনসর ও পণ্যসামগ্রী বিক্রি বাবদ মারিয়াম সেন্টারের জন্য ৭ হাজার পাউন্ড সংগ্রহ হয়েছে। এতে স্পনসর ছিলো মুসলিম এইড, ইসলামিক রিলিফ, হিউম্যান এইড, বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন, অরফ্যান ইন নিড, কেএইচএফ মাইল এন্ড, উম্মাহ ওয়েলফেয়ার ট্রাস্ট, ইয়াং মুসলিম অর্গানাইজেশন, সালেহ বিলডার ও অটো ফিকস কার হায়ার। টুর্নামেন্ট কো-অর্ডিনেটর তজম্মুল আলী স্পনসরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।