বার্মিংহাম প্রবাসী বিশ্বনাথবাসীর উদোগে ইফতার ও দোয়া মাহফিল
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক নির্বাচিত সাদারণ সম্পাদক,সাবেক এমপি জননেতা এম ইলিয়াস আলীকে ফিরেয়ে দেওয়ার দাবিতে বার্মিংহাম প্রবাসী বিশ্বনাথবাসীর উদোগে ইকবাল হলে অনুষ্ঠিত হয় এক ইফতার ও দোয়া মাহফিল। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি মফিজ খান পরিচালনা করেন বার্মিংহাম যুবদলের সাদারণ সম্পাদক, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি রাসেল আহমদ, সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বার্মিংহাম যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক মোকাদ্দাস আলী. উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্তিথ ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাদারণ সম্পাদক, এম ইলিয়াস আলীর ছোট ভাই এম আসকির আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সাদারণ সম্পাদক আব্দুল বাসিত বাদশা, ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির ভারপ্পাত সভাপতি কাজী আঙ্গুর মিয়া, সাদারণ সম্পাদক ছাদিক হুসেন মসুদ, যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সুজাতুর রেজা, বার্মিংহাম বিএনপির সভাপতি জালাল আহমদ,সাদারণ সম্পাদক জাহেদ চৌধরী, মিল্টনকিংস বিএনপির সাদারণ সম্পাদক তৈয়বুর রহমান, কভেন্ট্রি বিএনপির ভারপাপ্ত সভাপতি জামিল আহমদ, সাদারণ সম্পাদক আফজাল খান লাকি, সেচ্ছাসেবক কেন্দ্রীয় সদস আবুল কায়েস, বার্মিংহাম যুবদলের সভাপতি গুলজার আহমদ ফয়সল,
এম ইলিয়াস আলী মুক্তি পরিষদের আহ্বায়ক সমীর আলী, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল আজিজ গিলমান, মানচেষ্টার যুবদলের সভাপতি চান মিয়া, ওয়েস্টমিডল্যান্ড বিএনপির যুগ্ন সম্পাদক হরমুজ আলী, যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি আব্দুল খালিক, যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সভাপতি মত্সির আলী, বার্মিংহাম যুবদলের সিনিয়র সহ সভাপতি কয়্সার আলী শাহীন, বুরহান উদ্দিন, আরো উপস্তিত ছিলেন বার্মিংহাম বিএনপির সহ সভাপতি বিরাম আলী, আবজার হুসেন, সাংগটনিক সম্পাদক আব্দুল মুকিত, মানচেষ্টার বিএনপির সহ সভাপতি সাজিদ আলী, কভেন্ট্রি যুবদলের সভাপতি সুহেল রানা, সহ সভাপতি রুমেল আহমদ, আহাদ নুর, যুক্তরাজ যুবদলের সহ সাংগটনিক সফর আলী সেবুল,দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম রাজা উপস্তিত ছিলেন বার্মিংহাম যুবদলের প্রচার সম্পাদক শিপন আহমদ, সাহিত্য সম্পাদক ইমান আলী, সমাজ কল্যান সম্পাদক রুমান আহমদ, সাস্ত্ব সম্পাদক মশিউর রহমান, মুক্তি পরিষদ যুগ্ন আহ্বায়ক মুজিবুর রহমান, হাজী আলমাস আলী, আমিনুর রহমান, মানিক মিয়া, দুলাল আহমদ, জসিম উদ্দিন প্রমুক. সভার মোনাজাত পরিচালনা করেন মৌলানা শামসুজ্জামান. বক্তারা বলেন, সরকারই এম ইলিয়াস আলীকে দীর্ঘদিন ধরে বন্ধি করে রেখেছে। তারা অবিলম্বে এম ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবী জানান। অন্যাতায় বিগত সিটি নির্বাচনের মত আগামী সংসদ নির্বাচনেও জনগন এর কঠোর জবাব দিবে। বক্তারা বলেন, সিলেটের উন্নয়নের কান্ডারী এম ইলিয়াস আলীকে বর্তমান ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্র কবল থেকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে।