খালেদার সেনানিবাসের বাড়িতে তিনটি বাড়ি নির্মাণ করা হয়েছে
বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ভেঙে সেখানে নির্মিত ভবনে ১৫৬ জন সেনাসদস্য থাকতে পারবেন। ইতিমধ্যে সেখানে ১৫৪ কোটি ৩১ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে ৩টি ভবন নির্মাণ করা হয়েছে। রোববার সংসদে লিখিত প্রশ্নোত্তরে সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার এ তথ্য জানান। আদালতের রায়ের আলোকে বিরোধীদলীয় নেতাকে সেনানিবাসের ওই বাসা ছাড়তে হয়। স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ। আওয়ামী লীগের সদস্য এ কে এম রহমতুলাহর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল অব দ্য সি-এর রায়ে বাংলাদেশ ১ লাখ ১১ হাজার ৬৩১ বর্গকিলোমিটার সমুদ্র এলাকায় অধিকার প্রতিষ্ঠা করেছে। সাবমেরিন সংযোজনের মাধ্যমে ভবিষ্যতে নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গঠনের কাজ অব্যাহত রয়েছে। আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীকে একটি ভারসাম্যপূর্ণ শক্তিশালী বাহিনীতে পরিণত করতে ফোর্সেস গোল ২০৩০ অনুমোদন এবং বাস্তবায়নের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন। এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদের প্রশ্নে মন্ত্রী জানান, সশস্ত্র বাহিনীতে এ পর্যন্ত নিয়োগপ্রাপ্ত নারী অফিসারের সংখ্যা ১০০৭। তিনি জানান, নৌবাহিনীতে এ পর্যন্ত ৮৫ জন নারীকে নৌ অফিসার এবং ১১১ জন নারীকে বেসামরিক কর্মচারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ২০০০ সাল হতে এ পর্যন্ত ১৩১ জন নারী কর্মকর্তা বিমানবাহিনীতে কমিশনপ্রাপ্ত হয়েছে। এর মধ্যে ১২০ জন নারী কর্মকর্তা বিমানবাহিনীর বিভিন্ন পদে কর্মরত আছেন। তাদের মধ্যে স্কোয়াড্রন লিডার ২৭ জন, ফ্লাইট লেফটেন্যান্ট ৪৩ জন, ফ্লাইং অফিসার ২৩ ও পাইলট অফিসার ২৭ জন নারী।