মন্ত্রিসভা থেকে কওমী মাদরাসা শিক্ষা আইন প্রত্যাহার
মন্ত্রিসভার বৈঠক থেকে কওমি মাদরাসা শিক্ষা আইন-২০১৩ প্রত্যাহার করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে আরো পরীক্ষা-নিরীক্ষা করার জন্য এ বিলটি প্রত্যাহার করা হয়। হেফাজতে ইসলামের হুমকির একদিন পর এ আইনটি মন্ত্রিসভা থেকে প্রত্যাহার করা হলো। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূঁইঞা এ সিদ্ধান্তের কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারি-বেসরকারি অংশীদারি আইন-২০১৩ অনুমোদনের খসড়া প্রস্তাব দেয়া হয়েছে। এ ছাড়া ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ডেভেলপমেন্ট অব স্ট্যাটিসটিক (এনএসডিএস) শীর্ষক পরিকল্পনার দলিল অনুমোদন করা হয়।