অবশেষে খালেদা জিয়ার লাল ফোন সচল হয়েছে
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার গুলশান বাসার লাল টেলিফোনটি চালু হয়েছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কর্তৃপক্ষ ও বিরোধীদলীয় নেতার সহকারী শিমুল বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার বিকালে শিমুল বিশ্বাস জানান, বিটিসিএলের লোকজন এসে লাল ফোন ঠিক করে দিয়ে গেছে। এতে প্রমাণিত হয়েছে খালেদা জিয়ার বাসার লাল ফোনটি বিকল ছিল।
আর অন্যদিকে বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানান, আজ বিটিসিএল এর কর্মীরা লালফোনটি ত্রুটিমুক্ত করে দিয়ে এসেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গণভবনে রেড টেলিফোনের মূল এক্সচেঞ্জ রয়েছে। মূল এক্সচেঞ্জ, গুলশান এক্সচেঞ্জেও কোনো ত্রুটি ছিল না। উল্লেখ্য, গত ২৬ শে অক্টোবর দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে খালেদা জিয়ার লাল টেলিফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। অন্যদিকে খালেদা জিয়ার পক্ষ থেকে জানানো হয়, ওই টেলিফোনটি দীর্ঘদিন থেকেই অচল।