চাকরি পেতে ঘোড়ায় চড়ে ২ হাজার মাইল !
স্পেনের নাগরিক ৩২ বছর বয়সী জেসাস জিমেনেজ বেকারত্ব ঘুঁচাতে শেষ পর্যন্ত ঘোড়ায় চেপেছেন। তার লক্ষ্য স্পেন থেকে জার্মানিতে গিয়ে চাকরি খোঁজা। বিমানে ভ্রমণ তো দূরের কথা! গাড়িতে পেট্রোল ভরার মতো পয়সা পকেটে না থাকায়, তিনি এ পথ বেছে নিয়েছেন। নিজের ৩ বছর বয়সী ঘোড়ায় চড়ে পাড়ি দেবেন ২০০০ মাইল দীর্ঘ পথ। গত ১ বছর ধরে জিমেনেজের কোন চাকরি নেই। কর্মসংস্থানের সন্ধানে তিনি নিজ শহরতলি স্পেনের জেমুনো থেকে জার্মানির লোয়ার স্যাক্সোনি শহরতলি হিসেবে পরিচিত বার্জেনে যাবেন। গার্লফ্রেন্ড আগেই জেমুনো ছেড়ে জার্মানিতে পাড়ি জমিয়েছেন। ফলে, জার্মানিতে গার্লফ্রেন্ডের সঙ্গেও পুনরায় দেখা হচ্ছে তার। জিমেনেজ বললেন, বাধ্য হয়েই তাকে ঘোড়ার পিঠে চাপতে হয়েছে। ১৫ দিন চলার পর গত ২৫শে অক্টোবর তিনি ১৮৫ মাইল অতিক্রম করেন। সে সময় থেকে ২ সপ্তাহের মধ্যে তিনি পাইরেনিজ মাউন্টেনে পৌঁছতে পারবেন বলে আশা করেন। গার্লফ্রেন্ডই জিমেনেজকে আশ্বাস দিয়েছেন, জার্মানিতে গেলেই তিনি চাকরি পাবেন। তাই আর সময় নষ্ট করেননি তিনি। জিমেনেজের হার না মানা মনোবলের তারিফ করতেই হয়। কারণ, জার্মানিতে কর্মসংস্থান না হলে, ঘোড়ায় চড়েই তিনি রাশিয়াতে গিয়ে চাকরি খুঁজবেন। পথে যে কোন বাধা-বিপত্তি জয় করার সাহস রাখেন তিনি।