সূচক ও লেনদেন বেড়েছে

১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টা হরতালের শেষ দিন মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩ হাজার ৯৮৯ পয়েন্টে। ডিএসইতে মোট ২৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬০টি, কমেছে ১০৬টি আর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৯১ কোটি ৫৭ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৮২৮ পয়েন্টে। সিএসইতে মোট ২১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ৯৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩ কোটি ৪০ লাখ টাকা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button