মাগুরায় পুলিশের গুলিতে ছাত্রদলনেতা নিহত
মাগুরার মুহাম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে মঙ্গলবার সকালে পুলিশের গুলিতে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তার নাম মারুফ হোসেন সর্দার (২২)। নিহত মারুফ উপজেলার নিত্যনন্দপুর গ্রামের আফসার সর্দারের ছেলে। পুলিশের গুলিতে বিএনপি কর্মী শামীম ও রুবেলও আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ছাত্রদল মহম্মদপুরে আগামীকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। মহম্মদপুর বিএনপি আজ সদরে হরতালের সমর্থনে সমাবেশের আয়োজন করে। সমাবেশের উদ্দেশ্য উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাচ্চুর নেতৃত্বে বিএনপির একটি মিছিল বড়রিয়া এলাকায় পৌঁছায়। কিন্তু সাবেক ইউপি সদস্য ইকবাল আকতার উজ্জ্বলের নেতৃত্বে আ’লীগ কর্মীরা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এসময় পুলিশ বিনা উস্কানিতে গুলি চালায়। এতে বিএনপি কর্মী মারুফ হোসেন সর্দার (২২), শামীম (১৮) ও রুবেল (২০) গুলিবিদ্ধ হয়। আহতদের মাগুরা হাসপাতালে নেয়া হয়। সেখানে মারুফ মারা যান। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বিল্লাহ বলেন, নিহত মারুফ রাজাপুর ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক। পুলিশ বিনা উসকানিতে গুলি চালায় বলে তিনি দাবি করেন। বুধবার সর্বাত্মক হরতালের ডাক দেন তিনি। এ ঘটনায় এরাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক অরুন কান্তি ঘোষ মারুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মহম্মদপুর থানার ওসি মনিরুল ইসলাম ঘটনাস্থল থেকে চার রাউন্ড রাবার বুলেট ছোড়ার কথা স্ব^ীকার করেন।