গণমুখী বাজার ব্যবস্থা গড়ে তুলুন : ডব্লিউআইএফ অনুষ্ঠানে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি আবদুল হামিদ বৈশ্বিক অর্থনীতির নিরবচ্ছিন্ন প্রবৃদ্ধি নিশ্চিত করতে গণমুখী বাজার ব্যবস্থা গড়ে তোলা, প্রযুক্তির বিস্তার এবং পরিবেশ সংরক্ষণে কাজ করতে বিশ্বের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহবান জানিয়েছেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ মঙ্গলবার লন্ডনে স্থানীয় এক্সেল সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী নবম বিশ্ব ইসলামিক অর্থনৈতিক ফোরামের (ডব্লিউআইএফ) উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ ভাষণে একথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ব্যবসায়ীরা যাতে সকলের জন্য সুযোগ সৃষ্টি করতে পারে এজন্য আমাদের সাধারণ মানুষের জন্য একটি বাজার গড়ে তুলতে হবে। তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি করতে না পারলে দক্ষতা, পুঁজি ও বাজার সীমিত হবে। প্রবৃদ্ধি অর্জন সত্ত্বেও রাজপথে অসন্তোষ থেকেই যাবে।
রাষ্ট্রপতি বলেন, সরকার এবং ব্যবসায়ীদের মধ্যে নতুন অংশীদারিত্ব নিশ্চিত এবং সরকারি পণ্যের মানসম্পন্ন পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ, বিশেষ করে প্রান্তিক ও দুঃস্থ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রযুক্তির বিকাশ ঘটাতে হবে। রাষ্ট্রপতি পরিবেশ সংরক্ষণে কার্বণ নিঃসরণ হরাসে ইসলামের প্রকৃত মূল্যবোধ অনুসরণ করতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
উক্ত সম্মেলনে আইডিবি প্রেসিডেন্ট ড. আহমেদ মোহাম্মদ আলীও বক্তব্য রাখেন। ডব্লিউআইএফই’র প্রতিষ্ঠাতা মুসা হিতাম অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন।