হরতালে হতাহতের দায় খালেদাকে নিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
বিরোধীদলীয় জোটের ডাকা হরতালে হতাহতের দায় হরতাল আহ্বানকারী বিরোধীদলীয় নেতাকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের প্রস্তাব মেনে নেয়ার দাবিতে গত রোববার থেকে ৬০ ঘণ্টার এই হরতালকে অযৌক্তিক অ্যাখ্যায়িত করে মঙ্গলবার মন্ত্রী বলেন, “হরতালে গত দুদিনে ১১ জন নিহত হয়েছে। এর দায়দায়িত্ব হরতাল আহ্বানকারীকে, পক্ষান্তরে খালেদা জিয়াকেই নিতে হবে।”
গত শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে জোটের জনসভা থেকে খালেদা জিয়া এই হরতালের ঘোষণা দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেন, “সারাদেশে হরতাল ডেকে যেভাবে বোমা নিক্ষেপ করেছে, এতে তাদের চেহারাই ফুটে উঠেছে। তারা যে গণতন্ত্র চায় না, তাদের সেই চেহারাটা ফুটে উঠেছে।”
সংবিধান অনুযায়ীই দেশে নির্বাচন হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নির্বাচন করার অধিকার সবার আছে। কেউ নির্বাচনে না এসে বাধা সৃষ্টি করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”
হরতালে কয়েকজন মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তির বাসার সামনে বোমা হামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ওইসব এলাকা ও বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে।