জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন : অর্থমন্ত্রী
জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে নির্বাচন কমিশনের নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে হবে। এছাড়া আগামী ১৫ নভেম্বরের মধ্যে স্থায়ী পে কমিশন গঠন করা হবে বলেও জানান তিনি। বুধবার সচিবালয়ে বাংলাদেশ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফির্সাস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের ৪৫ দিন আগে আমাদের (বর্তমান মন্ত্রিসভার) কার্যকরী ক্ষমতা কমে যাবে। তিনি জানান, স্থায়ী পে কমিশনের চেয়ারম্যানই পে অ্যান্ড সার্ভিসেস কমিশনের প্রধান হবে। পে অ্যান্ড সার্ভিসেস কমিশনের মেয়াদ হবে ছয় মাস। প্রয়োজনে পরে মেয়াদ বাড়ানো যাবে। তিনি আরো জানান, বাংলাদেশ ব্যাংকের জন্য স্বতন্ত্র পে স্কেলও ১৫ নভেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে। অন্যান্য রাষ্ট্রায়াত্ত ব্যাংকের জন্য পৃথক বেতন কাঠামো গঠন করা হবে। উল্লেখ্য, গত ৬ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা দেন। পরদিন এর গেজেট জারি করে সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই মহার্ঘ ভাতা চলতি বছরের ১ জুলাই থেকেই কার্যকর হবে। ওই সময়ই প্রধানমন্ত্রী একটি স্থায়ী পে কমিশন গঠনের পরিকল্পনার কথা জানান।