অস্ট্রেলিয়ার আফগান যুদ্ধের সমাপ্তি ঘোষণা
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট আফগানিস্তানে অস্ট্রেলিয়ার দীর্ঘতম যুদ্ধের পরিসমাপ্তি ঘোষণা করেছেন। আফগানিস্তানে এক আকস্মিক সফরে এসে তিনি এ ঘোষণা দেন। এএফপি, বিবিসি। এ উপলক্ষে অ্যাবট বলেন, ‘অস্ট্রেলিয়ার দীর্ঘতম যুদ্ধ শেষ হচ্ছে, না বিজয় না পরাজয় দিয়ে। তবে আমরা আমাদের উপস্থিতির জন্য একটি উন্নততর আফগানিস্তান আশা করি।’ আগামী বড়দিনের আগে আফগানিস্তান থেকে এক হাজার অস্ট্রেলীয় সৈন্য দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিতে অ্যাবট সোমবার আফগানিস্তানের প্রত্যন্ত উরুজগান প্রদেশে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স (এডিএফ) মিশনে যান। তারিন কোটে প্রধান ঘাঁটিতে অ্যাবট অস্ট্রেলীয় সৈন্য প্রত্যাহারের ঘটনাকে তিক্ত-মধুর উল্লেখ করেন। তিনি বলেন, এটি মধুর কেননা শত শত সৈন্য বড়দিনে দেশে ফিরবে। তিক্ত কেননা সব অস্ট্রেলীয় পরিবার তাদের সন্তান, পিতা ও সঙ্গীকে ফিরে পায়নি। তিনি বলেন, আমরা আমাদের ৪০ জন সেরা সৈন্যকে হারিয়েছি।