মুসলিম ব্রাদারহুডের সিনিয়র নেতা গ্রেফতার
মুসলিম ব্রাদারহুডের সিনিয়র নেতা ইসাম আল-আরিয়ানকে গ্রেফতার করেছে মিশরের কর্তৃপক্ষ। রাজধানী কায়রোর নিউ কায়রো এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে আরিয়ানকে গ্রেফতার করে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়া হয় বলে ব্রাদারহুডের মুখপাত্র জানিয়েছেন। আরিয়ান মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির ভাইস চেয়্যারম্যান।
জুলাই মাসে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতির পরপরই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
গ্রেফতারের সময় আরিয়ান বলেন, “সামরিক অভ্যুত্থান শেষ হওয়ার পর আমি নিশ্চয়ই মুক্তি পাবো।”
আগামী সপ্তাহে সাবেক প্রেডিডেন্ট মুরসিসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে তাকে আদালতে হাজির করা হতে পারে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেনা জানিয়েছে।
মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দুইটি ব্যাগের পাশে হাসিমুখে দাঁড়িয়ে থাকা আরিয়ানের ছবি পোস্ট করে তা গ্রেফতারের পর তোলা বলে দাবি করা হয়েছে।
আরিয়ানের গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত দলটির ওপর সরকারের দমন নীতির সর্বশেষ ঘটনা। সূত্র: বিবিসি