শুক্রবার রাজধানীতে হোফাজতে ইসলামের বিক্ষোভ
শুক্রবার বাদ জুমা রাজধানীর জাতীয় বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটি। বুধবার সকালে রাজধানীর বারিধারা মাদ্রাসায় সংগঠনের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমী এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী সারা দেশে এ বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। ঢাকা মহানগর কমিটি শাশ্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করবে।
তিনি বলেন, আমরা সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছি। এর পরও পুলিশ সমাবেশে বাধা দিলে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ কওমি শিক্ষা কর্তৃপক্ষ আইন-২০১৩ পাস না করা ও হেফাজতের আমির আহমদ শফীর বিরুদ্ধে অপপ্রচার ও কুতসা রটনা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান হেফাজতের এই নেতা।
এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের যুগ্ম-আহ্বায়ক মাওলানা মাহফুজুল হক, আবদুল হামিদ, মুফতি ফয়জুল্লাহ, জাফরুল্লাহ খান, জুনায়েদ আল-হাবীব, আব্দুল রব ইউসুফী প্রমুখ।