ড্রোন হামলায় মায়ের করুন মৃত্যুর বর্ণনা দিল সন্তানেরা !
মার্কিন ড্রোন হামলায় নিহত পাকিস্তানের এক নারীর সন্তানরা আমেরিকার কংগ্রেসকে তাদের মায়ের মৃত্যুর বর্ণনা দিয়েছে। মঙ্গলবার কংগ্রেসের এক শুনানিতে অংশ নিয়ে নাবিলা ও জুবাইর রেহমান বলেছে, কীভাবে তাদের দাদী সবজি তুলতে গিয়ে ঘাতক ড্রোনের হামলার শিকার হয়েছে।
২০১২ সালের অক্টোবরে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে রান্নার জন্য সবজি তুলতে গিয়ে ৬৭ বছর বয়সী নাবিলার দাদী নিহত হন। ওই মৃত্যুর বর্ণনা দিতে নাবিলা ও জুবাইরের সঙ্গে মার্কিন কংগ্রেসের শুনানিতে অংশ নেন তাদের বাবা রফিকুর রেহমান।
তিনি বলেন, আমার মাকে লক্ষ্য করে কেনো সেদিন ড্রোন হামলা চালানো হয়েছিল তার উত্তর কেউ দেয়নি। সব গণমাধ্যম বলেছে, ওই হামলায় তিন, চার বা পাঁচ ব্যক্তি নিহত হয়েছে। কিন্তু আসলে সেদিন নিহত হয়েছে একজন… একজন স্নেহময়ী মা, একজন প্রিয় দাদী, মধ্যবয়সী এক নিরপরাধ নারী।