আল-আজহার বিশ্ববিদ্যালয়ে আবার ছাত্র-পুলিশ সংঘর্ষ
মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বুধবার আবার ছাত্র ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসির সমর্থকরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করলে এ সংঘর্ষ শুরু হয়।
সেনা সমর্থিত সরকারের বিরুদ্ধে ছাত্ররা মিছিল বের করলে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ডগ্রেনেড ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে, ছাত্ররা মিছিল নিয়ে ক্যাম্পাসের বাইরে যেতে সক্ষম হয় এবং গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানা শ্লোগান দেয়। এছাড়া, ইখওয়ানুল মুসলিমিন দলের নেতাদের মুক্তির দাবি জানায় ছাত্ররা।
গত কয়েক সপ্তাহ ধরে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেনা সমর্থিত সরকারের বিরুদ্ধে বিক্ষোভ-মিছিল করে আসছে। তারা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির মুক্তি দাবি করছে। এ বিক্ষোভ দমনের জন্য পুলিশকে ক্যাম্পাসে প্রবেশের আহ্বান জানিয়েছেন খোদ বিশ্ববিদ্যালয়ের প্রধান।