৪, ৫ ও ৬ নভেম্বর আবার ৬০ ঘণ্টার হরতাল
বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে বৈঠক করেছেন ১৮ দলীয় জোটের শীর্ষ নেতারা। গতকাল রাত ১০টায় এ বৈঠক শুরু হয়।
বৈঠকে আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যেসব কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছিল, তা চূড়ান্ত করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আগামী ৪, ৫ ও ৬ নভেম্বর সারাদেশে আবার ৬০ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়াও ২ নভেম্বর শনিবার সারাদেশে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি পালনেরও সিদ্ধান্ত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বেগম খালেদা জিয়া। এতে উপস্থিত ছিলেন ১৮ দলীয় জোটের শীর্ষ নেতা ড. অলি আহমদ, মাওলানা আবদুল হালিম, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক, শেখ আনোয়ারুল হক, শফিউল আলম প্রধান, অ্যাডভোকেট মোহাম্মদ মবিন, ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জেবেল রহমান গানি প্রমুখ।