চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার ব্রিটেনের মুসলমানরা
চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন ব্রিটেনের ব্রিস্টল শহরের মুসলমানরা। বিবিসির করা এক গোপন তথ্যচিত্রে এ খবর জানা গেছে। দুজন সাংবাদিক ছদ্মবেশে এ তথ্যচিত্র তৈরির কাজ করে। তাদের মধ্যে একজন সাংবাদিক ইসলামী পোশাক পরে শহরের দোকানগুলোর জানালায় টানিয়ে রাখা ৪০টি চাকরির বিজ্ঞাপন দেখে সেখানে চাকরির জন্য যান। অন্যজন যান পশ্চিমা পোশাক পরে।
দুজন সাংবাদিকই একই ধরনের যোগ্যতা ও বয়স নিয়ে চাকরিদাতাদের কাছে যান। এমনকি তাদের সিভিতে দেখানো হয়েছে তারা দুজনই ম্যানচেস্টারের বাসিন্দা। ইসলামী পোশাক পরা সাংবাদিক তার নামের সঙ্গে মোহাম্মদও যুক্ত করেছিলেন।
দেখা গেছে, পশ্চিমা পোশাক পরা সাংবাদিককেই চাকরিদাতারা চাকরির জন্য নির্বাচন করেছেন। এদিকে, বিবিসির ওই গোপন তথ্যচিত্র প্রকাশের পর এ ব্যাপারে ফেইথ অ্যান্ড কমিউনিটিস মন্ত্রী ব্যারোনেস ওয়ারসি উদ্বেগ প্রকাশ করেছেন।