এরশাদের সাথে চীনা রাষ্ট্রদূতের বৈঠক
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জুন। তারা পরবর্তী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। জাপা মিডিয়া সূত্র জানিয়েছে, এরশাদের বারিধারা বাসভবনে বৃহষ্পতিবার বেলা ২টায় বৈঠকটি হয়। তারা বিরাজমান রাজনৈতিক সঙ্কট শান্তিপূর্ণভাবে নিরসন এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। এদিকে এরশাদ পাঁচ দিনের সফরে আগামীকাল শুক্রবার সিঙ্গাপুর যাচ্ছেন। তার সাথে থাকবেন বাণিজ্যমন্ত্রী ও জাপা প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের এবং চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব মেজর (অব.) খালেদ আখতার।