মিয়ানমারে আবার সহিংসতা, ১৭৬টি মুসলিম দোকান পুড়ে ছাই
মিয়ানমারের রাখাইন (আরাকান) প্রদেশের মংডু জেলায় নতুন করে মুসলিম বিরোধী সহিংসতা হয়েছে। মংডুর চার নম্বর সেক্টর এলাকায় সবচেয়ে বড় বাজার হিসেবে পরিচিত- রোহিংগা মুসলমানদের বলিবাজারে মঙ্গলবার রাতে রাখাইন সন্ত্রাসীরা আগুন লাগিয়ে দেয়। এতে বাজারের ৩০০টি দোকানের মধ্যে ১৭৬টি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।
স্থানীয় সেনা ক্যাম্পে নালিশ করেও মুসলিম অধিবাসীরা কোনো প্রতিকার পাচ্ছেন না। উল্টো, রাখাইন সন্ত্রাসীরা ঘোষণা করেছে, সেখানে মুসলমানদের কোনো দোকান থাকবে না। এ কারণে পুড়ে যাওয়া দোকান মালিকরা তাদের দোকান মেরামত বা পুনর্নির্মাণ করতে পারছেন না।
এদিকে, গত মঙ্গলবার সন্ধ্যায় তিন নম্বর সেক্টরের ঢেকিবুনিয়া গ্রামের জাহিদ আলম নামের ৪৭ বছরের এক ব্যক্তি মাছ ধরে ফেরার পথে স্থানীয় পুলিশ ও লুনটিন বাহিনীর সদস্যারা তাকে ধরে নিয়ে যায়। পরে তার ওপর অকথ্য নির্যাতন চালানোর পর তার মাথায় গুলি করে হত্যা করা হয়। তার লাশটিও পরিবারের কাছে ফেরত দেয়া হয়নি। এ নিয়ে এলাকায় ভীতিকর উত্তেজনা বিরাজ করছে।