হেফাজতের বিক্ষোভ স্থগিত
হেফাজতে ইসলামের শুক্রবারের বিক্ষোভ কর্মসূচী স্থাগিত করা হয়েছে। বাদ জুমা রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচী পালনের কথা ছিল। তবে কী কারণে শেষ মুহূর্তে বিক্ষোভ স্থগিত করা হলো তার সুনির্র্দিষ্ট কারণ হেফাজতের পক্ষ থেকে জানানো হয়নি। বুধবার রাতে কয়েকটি সংবাদ মাধ্যমে ফোন করে বিক্ষোভ কর্মসূচী স্থগিত করার বিষয়টি জানানো হয়। বৃহস্পতিবার এ ব্যাপারে যোগাযোগ করা হলে হেফাজত নেতারা জানান, শুক্রবারের বিক্ষোভ স্থগিত করা হয়েছে। তবে শনিবার হাটহাজারীতে মহাসমাবেশ এবং বিভাগীয় শহরের মহাসমাবেশের কর্মসূচী বহাল থাকবে। বুধবার দুপুরে রাজধানীতে বারিধারা মাদরাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলন ঢাকা মহানগর হেফাজত শুক্রবার রাজধানীতে বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিল সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। সংবাদ সম্মেলন থেকে ফেরার পথে হেফাজতের ৪ নেতাকে ডিবি পুলিশ আটক করে। গভীর রাতে তাদের মধ্য থেকে তিনজনকে ছেড়ে দিয়ে মহানগরীর সমন্বয়ক ও ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসেনকে আটক রাখে। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে পল্টন থাকার একটি মামলায় আসামী দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।