ব্রিটেনে কোকাকোলার টিভি বিজ্ঞাপন নিষিদ্ধ
ব্রিটেনে জনপ্রিয় কোমল পানীয় কোকাকোলার একটি বিজ্ঞাপন টেলিভিশনে প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিজ্ঞাপনটি বিভ্রান্তিকর ও তা দর্শকদের ভুল ধারণা দিতে পারে, এ যুক্তিতে বন্ধ করে দেয়া হয় ওই বিজ্ঞাপন। যুক্তরাষ্ট্রে এখনও বিজ্ঞাপনটি প্রচারিত হচ্ছে। কোক যে খুব সহজে ক্যালরি পোড়াতে সাহায্য করে, তাতে এমন বার্তা ফুটিয়ে তোলা হয়েছে। ওই বিজ্ঞাপনে দেখানো হয়েছে, মাত্র একটি কোক পান করলেই, কুকুরকে হাঁটানো, নাচা ও হাসার মতো সাধারণ প্রতিটি কর্মকাণ্ড একজনের শরীরের ১৩৯ ক্যালরি পর্যন্ত পোড়াতে সক্ষম। তবে বৃটেনের অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস অথরিটি বলেছে, এ সবগুলো কর্মকাণ্ড একসঙ্গে করলেই তবে ১৩৯ ক্যালরি পোড়ানো সম্ভব, সে বিষয়টি ওই বিজ্ঞাপনে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এরই মধ্যে বহু দর্শকই ভেবেছিলেন, এর যে কোন একটি কাজ করলেই তারা ১৩৯ ক্যালরি পোড়াতে পারবেন। পরে তারা অভিযোগও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। কোকাকোলা প্রতিষ্ঠানের কোন প্রতিনিধির কাছ থেকে প্রাথমিকভাবে এ ব্যাপারে কোন মন্তব্য পাওয়া যায়নি।