চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা
নি লিনমেইককে প্রতিদিন গোসল করে অন্তত দুই ঘণ্টা সময় ব্যয় করতে হয় চুল শুকানোর কাজে। তাই প্রতিদিন চুল ধোয়া হয় না তার। যেদিন চুলে শ্যাম্পু করেন সেদিন দুই ঘণ্টার সঙ্গে যুক্ত হয় আরও কয়েক ঘণ্টা। কারণ তার ৯ ফুট ৬ ইঞ্চি দীর্ঘ কেশরাজি সামলানোর জন্য এটা ছাড়া আর কোনো উপায়ও নেই। নি লিনমেইক জানান, তিনি ১৬ বছর ধরে চুলে কাঁচি চালাননি। কিন্তু এত দীর্ঘ চুল সত্ত্বেও ৫৭ বছর বয়সী এ চীনা নারী গিনেস বুকে নাম লেখাতে পারেননি।
বিশ্বের সবচেয়ে দীর্ঘ চুলের খেতাবটি রয়েছে আরেকজন চীনা নারী জিয়ে কুওপিংয়ের দখলে। লম্বায় তার চুল ১৮ ফুট ৬ ইঞ্চি। ২০০৪ সালে বিশ্বের সবচেয়ে কেশবতী কন্যা হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড গড়েন জিয়ে কুওপিং। নি লিনমেইকের চেয়েও বেশিদিন চুল কাটেননি কুওপিং।
১৯৭৩ সালে কুওপিংয়ের বয়স যখন ১৩ বছর, তখন থেকে চুল কাটা বন্ধ করেন তিনি। দ্বিগুণ সময় অর্থাত্ ৩১ বছরে কুওপিংয়ের চুল নি লিনমেইকের চেয়ে দ্বিগুণ হবে-এটাই তো খুব স্বাভাবিক।