নির্বাচনের পরিবেশ তৈরির আহবান বান কি মুনের

Ban kiবাংলাদেশে নির্বাচনের জন্য স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশ তৈরির আহবান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। বৃহস্পতিবার  জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এক বিবৃতিতে এ কথা জানান।
বান কি মুন বলেন, নির্বাচনের জন্য বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে পৌঁছা উচিত।
রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ সফল করার কথা উল্লেখ করে বান কি মুন বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে পরমতসহিষ্ণুতা চর্চা ও শান্তিপূূর্ণভাবে সবার মত প্রকাশ করা উচিত। তিনি সংলাপ আয়োজনের মাধ্যমে তা সফল করারও আহবান জানান।
মহাসচিবের মুখপাত্র জানান, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে ঘটে যাওয়া সর্বশেষ বিক্ষোভে প্রাণহানির ঘটনা তিনি উদ্বিগ্ন ও অবগত রয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button