বাঘা ইউনিয়নের উন্নয়নে সর্বাত্বক সহযোগিতার অঙ্গীকার : এড. ইকবাল আহমদ চৌধুরী
গোলাপগঞ্জ উপজেলার ১ নং ইউনিয়ন বাঘা। বাঘার নিজস্ব একটি ঐহিত্য আছে। গোলাপগঞ্জের প্রতিটি নির্বাচনে বাঘার জনগনই নির্ধারন করে তাদের জনপ্রতিনিধি। বাঘার সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে। তাই বাঘার উন্নয়নে সর্বাত্মক সহযোগীতা আমি করে যাবো।
গত ২৯ অক্টোবর ব্রিকলেনের স্থানীয় একটি রেস্টুরেন্টে গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলার সম্মানে এক সংবর্ধনা ও ঈদ পুর্ন মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী উপরোক্ত কথা বলেন।
বাঘা ইউনিয়ন ডেভেলাপমেন্ট এসোসিয়েশন ইউকে এ সংবধনার আয়োজন করে। সংগঠনের সভাপতি আজমল হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মিছবাহুল হক মাছুম এর পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা আজমল হোসেন। সংগঠনের সাধারন সম্পাদক জামান মিয়া সবাই স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। অতিথিদের ফুল দিয়ে বরন করেন সংগঠনের সদস্য নিম্মি আক্তার রোমেনা বেগম ও তামান্না আক্তার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লর্ড মরিস গ্লাস মে, জি এল এ মেম্বার ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র প্রার্থী জন বিগস, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলার স্পীকার রেসলি পেভিট, ডেপুটি স্পিকার এম এ মুকিত এম বিই, কাউন্সিলার রাজিব আহমদ, বিশিষ্ট রাজনীতিবীদ জিয়া উদ্দিন লালা, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাবেক সেক্রেটারী মোস্তাফিজ আহমদ রুহুল, বিশিষ্ট কমিউনিটি নেতা ডা. গিয়াস উদ্দিন,আব্দুল কাদির হাসনা, এম এম আলী, মারুফ আহমদ, যুবনেতা সেলিম আহমদ খান, সায়েদ আহমদ সাদ, ইঞ্জিনিয়ার শামচুল ইসলাম বাচ্চচু, আমিনুল ইসলাম, রাবেশ, আলহাজ্ব কমর উদ্দি আহমদ, জায়দ আহমদ। বক্তব্য রাখন সংগঠনের উপদেষ্ঠা এম এ বারী নাছির সি: সহ সভাপতি, এনাম উদ্দিন, সহ সভাপতি ছালিকুর রহমান, লুতফুর রহমান, কোষাদক্ষ্য আবুর ফয়েজ, সহ সম্পাদক ওয়ালীদুর রহমান, মে“ারশীপ সেক্রেটারী এজাজুর, প্রচার সম্পাদক, ফয়ছল আহমদ, মহিলা সম্পাদিক রোমেনা আক্তার, নির্বাহী সদস্য কামাল আহমদ, কালেদ আহমদ, দুলাল আহমদ, রেশাদ হোসেন, ইয়াসীন বারী, ছাত্র নেতা ইকরাম হোসেন, আমিনুল হক জিলু, বাছির উদ্দিন, ইমরানুল ইসলাম বদরুল, সালেহ আহমদ, রোকন মিয়া, সমী বারী প্রমূখ।
এ্যাডভোকেট ইকবাল চৌধুরী বাগা হাইস্কুলকে কলেজে উন্নতি করনসহ বাঘা মাদ্রাসার নদী বাঙ্গন রোধ, এলাকার বিদ্র্যু রাস্তাগাটের উন্নয়ন, স্বাস্থ্য খাতের উন্নয়ন ইত্যাদিতে প্রায় ৫ কোটি টাকার স্কীম হাতে নিয়েছেন বলে জানান। তাঁর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রবাসী বাঘাবাসী ও বাঘা ইউনিয়ন ডেভেলাপমেন্ট এসোসিয়েশন ইউকে এর সহযোগীতা কামনা করেন।