হ্যারিঙ্গে বাংলাদেশীদের গ্লোবাল ভিশন গ্লোবাল ইসলামিক সোসাইটি
নর্থ লন্ডনের হ্যারিঙ্গে বরার মুসলমান বাংলাদেশীরা এই প্রথমবারের মত নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলার জন্য গ্লোবাল ইসলামিক সোসাইটি নামক সামাজিক প্রতিষ্ঠানের প্রথম পাবলিক মিটিং আয়োজনে করে। এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এবং সুদুর প্রসারি পরিকল্পনা দিয়ে কমিউনিটিকে সামনে এগিয়ে নিতে স্থানীয় জনসাধারনের উদ্দেশ্যে সংগঠনের সংবিধান পেশ করেন সংগঠনের সভাপতি জনাব মো: লিয়াকত সরকার। স্থানীয় জনগণের উদ্দেশ্য তিনি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করে বলেন আমাদের এক্য ফিরিয়ে আনতে হবে এবং তা হতে হবে ইসলামিক মূল্যবোধের মাধ্যমে। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি জনাব মো: মুমিন মিয়া জনগণের উদ্দেশ্য বলেন আমাদের সামাজিক দায়বদ্ধতা ইসলামের মাধ্যমেই পরিপূর্ণ করতে হবে। আরো বক্তব্য রাখেন পাবলিক লিয়াজো সেক্রেটারী জনাব ইসলমা উদ্দিন ও নিজাম উদ্দিন।
বক্তারা বলেন এই সংগঠনের মাধ্যমে শিক্ষা, কালচার, আইনি সহায়তা, কাউন্সেলিং থেকে শুরু করে ভবিষ্যতে একটি ইসলাম সম্মত কমপ্রিহেন্সিভ সামাজিক সেন্টার প্রতিষ্ঠার করার পরিকল্পনা বাস্তবায়নে সবার পরম সাহায্য ও সহযোগিতা একান্তভাবে কামনা করেন। বক্তারা সব বাংলাদেশীদেরকে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্থিতিশীলতার জন্যও একযোগে কাজ করার কথা বলেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন অন্যতম কর্মি জনাব জমির মিয়া। উপস্থিত ছিলেন সেক্রেটারী মোস্তাকিম মিয়া, ক্যাশিয়ার জনাব ফারুখ মিয়া, নাজিম উদ্দিন, তাহেরুল হক, শাহিন আহমদ, আওলাদ হোসেন, সফর উদ্দিন ও আরো অনেকে।
প্রশ্রোত্তর ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।