লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে গোলাগুলিতে নিহত ১
মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক লস অ্যাঞ্জেসল বিমানবন্দরে গোলাগুলিতে ১ জন কর্মকর্তা নিহত ও আহত হয়েছেন অন্তত: ৭ জন। গতকাল শুক্রবার সকালে এই গোলাগুলির ঘটনা ঘটে। এরপর বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয় এবং যাত্রীসহ সকলককে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়।
সন্দেহভাজন বন্দুকধারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সে নিজেও আহত হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ জানিয়েছে, তাদের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা ৩ নম্বর টার্মিনাল থেকে অনেকগুলো গুলির শব্দ শুনেছেন। ঘটনার বিস্তারিত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে জানানো হয়েছে। তবে হোয়াইট হাউজ থেকে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে ৩ নম্বর টার্মিনালের তল্লাশিকেন্দ্রের দিকে যায়। বিমানবন্দরের পরিবহন নিরাপত্তা প্রশাসনের এক প্রতিনিধির দিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। রবার্ট পেরেজ নামের এক যাত্রী জানান, তারা কেবল ভার্জিন এয়ারের বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যে গোলাগুলির শব্দ পাওয়া যায়। যাত্রীরা ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে।