আশরাফুজ্জামান ও মুঈনুদ্দীনের ফাঁসির আদেশ
পলাতক মোঃ আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দিনকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে বেলা ১১টার দিকে রায় পড়া শুরু হয়। ১৫৪ পৃষ্ঠা রায়ের ৪১ পৃষ্ঠার সার-সংক্ষেপ পাঠ করা হয়। রায়ের প্রথম অংশ পড়ে শোনান বিচারপতি শাহীনুল ইসলাম। দ্বিতীয় অংশ পড়ে শোনান বিচারপতি অপর বিচারপতি মোঃ মুজিবুর রহমান মিয়া। আশরাফুজ্জামান ও মঈনুদ্দীনের বিরুদ্ধে আনা একাত্তরে অপহরণ, আটক, নির্যাতন, হত্যা ও লাশ গুমের ১১টি অভিযোগই প্রমাণিত হয়েছে বলে রায়ে বলা হয়।