শাপলা চত্বরে তরিকত ফেডারেশনের পাল্টা সমাবেশের ডাক
১৫ নভেম্বর হেফাজতে ইসলামের মহাসমাবেশের দিন মতিঝিলের শাপলা চত্বরে পাল্টা সমাবেশ ডেকেছে বাংলাদেশ তরিকত ফেডারেশন। রোববার দলটির প্রেসিডিয়ামের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে। দলের মহাসচিব এম এ আউয়াল বলেন, তিনটি দাবিতে সমাবেশ ডাকা হয়েছে। দাবিগুলো হলো- সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠন, নির্বাচন কমিশনকে আরো শক্তিশালীকরণ এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা। সমাবেশের বিষয়টি পরে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে সবাইকে জানানো হবে বলে জানান আউয়াল।