সাকিবকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী
ডেঙ্গু জ্বরে আক্রান্ত তারকা ক্রিকেটার সাকিব আল-হাসানকে হাসপাতালে দেখতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে সাকিবকে দেখতে যান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সাকিবের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার পাশে কিছু সময় কাটান। তার চিকিৎসায় যাতে অবেহলা না হয় এজন্য চিকিৎসকদের নির্দেশ দেন তিনি। এ সময় সংসদ সদস্য রহমত উল্লাহ, প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ এবং সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
প্রসঙ্গত, অসুস্থ হয়ে পড়লে গত ২৮ অক্টোবর রাত ১০টায় সাকিবকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। সেদিন থেকেই তিনি ওই হাসপাতালে ভর্তি আছেন। জ্বরের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার।