নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করল টাইগাররা
আবারো নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। রোববার ফতুল্লায় অনুষ্ঠিত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতে টাইগাররা ৪ উইকেটে পরাজিত করেছে কিউইদের। শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৩ রানের। বল করতে আসেন ম্যাককেনাঘান। স্ট্রাইকিং এন্ডে ছিলেন সোহাগ গাজী। প্রথম বলটি হয় ডট। কিন্তু দ্বিতীয় বলটি তিনি বাউন্ডারিতে পাঠিয়ে দেন। সাথে সাথে জয়ের উল্লাসে মেতে ওঠে সবাই। ম্যান অব দ্য ম্যাচ হন শামসুর রহমান শুভ। ম্যান অব দ্য সিরিজ হন মুশফিকুর রহীম। প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে করেছিল ৩০৭ রান। জবাবে বাংলাদেশ ৪ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফলে ৩-০ ম্যাচে সিরিজ জয় করল বাংলাদেশ। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ৩০৭ রান করায় হোয়াইটওয়াশ তথা ‘বাংলাওয়াশ’ হবে কি না তা নিয়ে কিছুটা সংশয়ের সৃষ্টি হয়েছিল। কিন্তু শামসুর রহমান (৯৬), জিয়াউর রহমান (২২), মুমিনুল হক (৩২), নাইম ইসলাম (৬৩), নাসির হোসেনরা (৪৪ অপ.) সব সংশয়ের অবসান ঘটান। বাংলাদেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছে যায়। পঞ্চমবারের মতো বাংলাদেশ ৩০০ রান অতিক্রম করল। এই দুর্দান্ত জয়ের মধ্যেও একটু অপ্রাপ্তি ছিল শামসুর রহমানের সেঞ্চুরি না পাওয়া। ৯৬ রানে উইকেট হারান তিন। তামিম ইকবালবিহীন বাংলাদেশের সূচনাটা খারাপ হয়নি। ওপেন করতে নামেন শামসুর ও জিয়াউর রহমান। এই জুটি ৭.৪ ওভারেই ৬১ রান করে ফেলে। জিয়াউর ২২ রানে বিদায় নিলে নামেন মুমিনুল হক। তিনি ৩২ করে সাজঘরে ফেরেন। এরপর অধিনায়ক মুশফিক মাত্র ২ রানে ফিরে যান। এই পর্যায়ে নাইম ইসলাম ব্যাট করতে নেমে দলের ইনিংস সুসংহত করতে সক্ষম হন। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে নামা শামসুরের এটাই সেরা ইনিংস। তিনি ১০৭ বলে ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৯৬ রান করেন তিনি। এর আগে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান অধিনায়ক মুশফিকুর রহীম। রস টেলরের অপরাজিত সেঞ্চুরির সুবাদে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩০০ ছাড়িয়ে যায়। ১০৭ রানে অপরাজিত ছিলেন রস টেইলর। তার চার-ছক্কার সুবাদে তিনশ’ ছাড়ায় নিউজিল্যান্ড। টেইলর অর্ধশতকের পর ৪৬ ওভারে সোহাগ গাজীর বলে পর পর তিনটি ছক্কা হাঁকান। পরের ওভারে মাশরাফি মতুর্জার বলে তিনটি চার হাঁকান তিনি। এক ওভার বিরতি দিয়ে পরের ওভারে আবারো মাশরাফির বলে তিন চার মারেন টেলর। তাকে সঙ্গ দেন লুক রঞ্চি। তার ব্যক্তিগত সংগ্রহ ছিল ১৩। আজ রোববার সকাল সোয়া ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে খেলাটি শুরু হয়। সকালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের প্রথম উইকেটের পতন হয় ১৩ ওভারে। অর্ধশত থেকে মাত্র ৪ রান দুরে থাকতে মাহমুদুল্লাহ রিয়াদের বলে ৪৬ রানের মাথায় সাজঘরে ফিরেন অ্যান্টন পল ডেভচিচ। এরপর একে একে গ্রান্ট ইলিয়ট (৩), টম ল্যাথাম (৪৩), কলিন মুনরো (৮৫) ও কোরি অ্যান্ডারসন (১) আউট হন। মাহমুদুল্লাহ ৭ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট তুলেছেন। রুবেল হোসেন, আব্দুর রাজ্জাক ও সোহাগ গাজী পেয়েছেন ১টি করে উইকেট। সংপ্তি স্কোর নিউজিল্যান্ড : ৫০ ওভারে ৩০৭/৫ (ডেভসিচ ৪৬, ল্যাথাম ৪৩, এলিয়ট ৩, টেলর ১০৭*, মানরো ৮৫, অ্যান্ডারসন ১, রঞ্চি ১৩*; মাহমুদুল্লাহ ২/৩৬, রুবেল ১/৩৮, রাজ্জাক ১/৫৭ সোহাগ ১/৬৭)। বাংলাদেশ : ৪৯.২ ওভারে ওভারে ৩০৯/৬ (শামসুর ৯৬, জিয়া ২২, মুমিনুল ৩২, মুশফিকুর ২, নাঈম ৬৩, নাসির ৪৪*, মাহমুদুল্লাহ ১৬, সোহাগ ১১*; ম্যাককেনাগান ২/৬৯, ডেভিসিচ ১/৩৬, নাথান ১/৪৪, কোরি ১/৫৬)। ম্যান অব দ্য ম্যাচ : শামসুর রহমান শুভ। সিরিজ : বাংলাদেশ ৩-০-তে জয়ী। ম্যান অব দ্য সিরিজ : মুশফিকুর রহীম।