সর্বদলীয় সরকার গঠন করে সুষ্ঠু নির্বাচন সম্ভব : প্রধানমন্ত্রী
নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে এখনো আলোচনার পথ খোলা আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বর্তমান সংবিধানের আলোকেই সর্বদলীয় সরকার গঠন করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, আপনি কোন কোন মন্ত্রণালয় চান। এজন্য আসুন আলোচনার মাধ্যমে ঠিক করি। রোববার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারের বিরোধীতা করে প্রধানমন্ত্রী বলেন, তারা বিরোধী দলীয় নেতাকে জেলে নিয়েছিলো। আবার যে তারা উনাকে জেলে নিবে না গ্যারান্টি কোথায়? প্রধানমন্ত্রী বলেন, আমার মাথার চুল উড়িয়ে দেয়ার কথা বলেছিলেন বিরোধী দলীয় নেতা। আমার মাথায় চুল এখনও আছে। যার মাথায় পরচুলা আছে তাই উড়ে যাওয়ার কথা। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিতত্বে এতে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ সুরঞ্জিত সেন গুপ্ত প্রমুখ।